বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে মোটরসাইকেল চাপায় ব্যবসায়ীর মৃত্যু

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে মোটরসাইকেল চাপায় এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার রাতে বিয়ানীবাজার-বহরগ্রাম সড়কের মাথিউরা পশ্চিমপার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী এনাম উদ্দিন ইউনিয়নের ঈদগাহ বাজারের পশ্চিম পাশে রাইসমিলের মালিক ও মসলার ব্যবসা করতেন।

স্বজনরা জানান, শনিবার রাত ৮টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে বিয়ানীবাজার-বহরগ্রাম রাস্তায় যান। এ সময় বিয়ানীবাজারের দিক থেকে আসা দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে ফেলে যায়। এসময় তিনি মারাত্মক আহত হন এবং আঘাত পাওয়া জায়গা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। স্বজনরা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রোববার দুপুর সোয়া ২টায় পশ্চিমপার শাহজালাল জামে মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে

Back to top button