সিলেট

সিলেটে ডাকাত আতংক, বিষয়টি গুজব

টাইমস ডেস্কঃ সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতির মধ্যেই গুজব ছড়িয়ে মানুষকে আতঙ্কিত করা হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার পর সিলেটের বিভিন্ন এলাকায় ডাকাত দলের হানা দেওয়ার গুজব ছড়িয়ে পড়ে।

এতে আতঙ্কগ্রস্ত হয়ে পাড়া-মহল্লার মসজিদে মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানিয়ে সতর্ক করা হয়। এ নিয়ে সিলেট ও সুনামগঞ্জের বহু মানুষ আতঙ্কিত হয়ে ফেসবুকে পোস্টও করেন। নাইমুল ইসলাম মাহিন নামে একজন পোস্ট দিয়েছেন, ‘সিলেটের তেমুখী সাহাবের গাওয়ে প্রচুর ডাকাত আক্রমণ করেছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাবের সহযোগিতা কামনা করছি।

’ কাউসার আলম নামে একজন তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘আশপাশের দু’তিনটা মসজিদের মাইকে ঘোষণা দিচ্ছে, এলাকায় ডাকাতের আগমন ঘটছে। সবাই বাইরে চলে আসেন! সাবধানে থাকেন। মানুষের চিল্লাচিল্লি শোনা যাচ্ছে। (তেমুখির আশপাশে)’ তাহমিদুল ইসলাম নামে একজন পোস্ট দিয়েছেন, ‘বন্যাকবলিত সিলেট আর সুনামগঞ্জে গণহারে ডাকাতি হচ্ছে।’

সমাপ্তি মৃন্ময়ী নামে একজন পোস্ট দিয়েছেন, ‘আমাদের বাসা পশ্চিম ভাটপাড়া, মোজরটিলা। আমাদের বাসার পাশে ডাকাত আসছে। ৯৯৯-এ কল দিচ্ছি, পাচ্ছি না।’ তানজীবা রহমান নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘আল্লাহর ওয়াস্তে কেউ সাহায্য করেন। সামিমাবাদ কানিশাইলে ডাকাত পড়েছে।

আল্লাহর ওয়াস্তে সাহায্য করেন। চারপাশ অন্ধকার। মানুষজন চিৎকার করছে। হাহাকার করছে। মাইকিং অথবা সাহায্য করেন।’ নাফিস শামস তিয়াস নামে আরেক ফেসবুক ব্যবহারকারী পোস্ট করেছেন, ‘কানীশাইল রোড নং-২-এ গণ ডাকাতি চলছে! সতর্ক থাকুন। ওসি কোতোয়ালি সাহেবকে জানিয়েছি।’

কাউসার আলম নামে একজন লিখেছেন, ‘আশপাশের দু’তিনটা মসজিদের মাইকে ঘোষণা দিচ্ছে, এলাকায় ডাকাতের আগমন ঘটছে। সবাই বাইরে চলে আসেন! সাবধানে থাকেন। মানুষের চিল্লাচিল্লি শোনা যাচ্ছে। (তেমুখির আশপাশে)’ নাজিমুর রশিদ চৌধুরী নামে একজন লিখেছেন, ‘চারদিকে মাইকিং শুনতে পাচ্ছি ডাকাত আক্রমণের। সবাই সতর্ক থাকুন।’ তবে পুলিশের দাবি, মধ্যরাতে ডাকাত দলের হানা দেয়ার কথা বলে গুজব ছড়ানো হয়েছে।

বন্যার পানির কারণে এখন এমনিতেই সিলেটের বেশির ভাগ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন। এর মধ্যে গুজব ছড়িয়ে আতঙ্ক ছড়ানো হয়েছে।

এ বিষয়ে সিলেট রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম দেব গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত সিলেট শহরে ডাকাতির বিষয়ে তেমন কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। অনেকে আতঙ্কিত হয়ে ফেসবুকে পোস্ট করছেন। আমরা শুনেছি কেউ কেউ মসজিদে মাইকিংয়ের সাহায্য চাচ্ছেন। সর্বত্র পুলিশের টহল জোরদার করা হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি বলেন, এরপরও কোথাও ডাকাতি বা এ ধরনের কোনো সঠিক খবর পাওয়া গেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমে (০১৩২০০৬৯৯৯৮) অথবা ৯৯৯ নম্বরে কল করুন।

সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, গুজব ছড়িয়ে মানুষকে আতঙ্কিত করা হয়েছে। বিষয়টি ন্যক্কারজনক। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ দুটি নম্বর থেকে ফোন করা হয়। এ বিষয়ে সরেজমিন খোঁজ চলছে। ওই নম্বর দুটির ব্যাপারেও বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

Back to top button