বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে পৌরশহরের অর্ধ শতাধিক বন্যা কবলিত পরিবার আশ্রয়কেন্দ্রে

মহসিন রনি: টানা বৃষ্টিতে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ এবার পৌরসভার দাসগ্রাম লাসাইতলার কিছু অংশ বন্যার পানিতে তলিয়ে গেছে। সেখানে সাধারণ মানুষের জীবনযাপনে অস্বস্তির খবর পেয়ে পৌরসভার নব নির্বাচিত মেয়র ফারুকুল হক ও কাউন্সিলর এহসানুল ইসলাম পানি বন্ধি অর্ধশতাধিক পরিবারকে স্থানীয় গৌরিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ে আশ্রয়ের ব্যবস্থা করেন। এ ছাড়াও এ দুই জনপ্রতিনিধি নিজ উদ্যোগে তাদের আহারে ব্যবস্থা করেন বলে জানা যায়।

সরেজমিনে বিয়ানীবাজার পৌর শহরের ৬ নং ওয়ার্ডের দাসগ্রামের বিভিন্ন অংশ ঘুরে দেখা যায় ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারনে পানি যাওয়ার রাস্তা না থাকায় সড়ক থেকে শুরু করে বাড়ির ভেতর হাটুপানি জমছে, যেখান থেকে যেকোনো সময় বিদুৎতায়িত হয়ে বড় দুর্ঘটনা সহ নানা ধরনের রোগ জীবানু ছড়ানো সহ বড় ক্ষতি ঘটতে পারে বলে ধারণা করছেন সাধারণ মানুষ।

দাসগ্রামের স্থানীয় বাসিন্দা আকবর হোসেন বলেন, আমরা দীর্ঘ দিন থেকে একটি সড়ক নিয়ে ভোগান্তিতে আছি, যেখানে কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই। সেই সাথে পানি যাওয়ার রাস্তা নেই হালকা বৃষ্টিতে সড়ক তলিয়ে যায়। দুই দিন থেকে আমরা পানি বন্ধি অবস্থায় আছি, আশা করি নির্বাচিত নতুন পরিষদ আমাদের এই সড়কের দিকে নজর দেবেন।

নব নির্বাচিত কাউন্সিলর এহসানুল ইসলাম বলেন, আমার ওয়ার্ডের পানি বন্ধি মানুষের খবর পেয়ে আমি সাথে সাথে ছুটে যাই। সেই সাথে আমাদের নতুন মেয়র মহোদয়, আসেন পানি বন্ধি মানুষদের আমরা নিরাপদ স্থানে নিয়ে যায় সেই সাথে তাদের আহারের ব্যবস্থা করি। প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে তিনারা আমাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

Back to top button