তামাবিল মহাসড়কে মানুষ-গবাদিপশু গাদাগাদি

প্রবল বর্ষণ আর ভারত থেকে নেমে আসা ঢলে ভয়াল বন্যায় ডুবেছে সিলেট ও সুনামগঞ্জ জেলা। সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট আর জকিগঞ্জে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।
এসব উপজেলার বেশিরভাগ বাড়ি-ঘরে এখন বন্যার পানি। প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ে ছুটছেন মানুষ। সিলেট-তামাবিল মহাসড়ক কিছুটা উঁচু হওয়ায় সেটি এখন বন্যাকবলিতদের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে। সড়কের হরিপুর থেকে দরবস্ত পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কজুড়ে বন্যার্ত মানুষ আশ্রয় নিয়েছে।
উপজেলার ফতেহপুর ইউনিয়নের আবদুল মতিন জানান, নিজের পরিবারের ৬ সদস্য, তিনটি গরু, একটি ছাগল ও হাসমুরগি নিয়ে শুক্রবার বিকালে গিয়ে মহাসড়কে উঠেছেন। বাশেঁর খুটি দিয়ে তাবু তৈরি করে অবস্থান নিয়েছেন তারা।
সড়কেই তাবু গেঁড়ে সেখানে কোনোমতে জীবনরক্ষার চেষ্টায় থাকা মতিন বলেন, ‘ঘরও আর খত জিনিসফত্র ছিল, ইতা আনতে পারিনি। ধান-চাউল, খাট-ফালং, লেফ-তুষক ভিজে নষ্ট অই গেছে। বহুত জিনিস ফানিয়ে ভাসাইয়া নিছে। কোনমতে জান লইয়া আইছি। আর জানভরা পশুগুলারেও আনছি’।
মতিনের মতো আরও শত শত পরিবার সড়কে এসে আশ্রয় নিয়েছে। তাদের চোখেমুখে আতঙ্ক আর বন্যায় ঘরবাড়ি, ফসল, জিনিসপত্র হারানোর কষ্ট। একইভাবে ভয়াবহ বিপদে আছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষ। অনেকে বাড়ির ছাদে, উঁচু জায়গায় অবস্থান নিয়ে তাদের উদ্ধারের আর্তনাদ জানাচ্ছে। তবে শুক্রবার থেকে উপজেলাগুলোতে বন্যার্তদের উদ্ধারে কাজে নেমেছে সেনাবাহিনী ও নৌবাহিনী।
জানা যায়, জৈন্তাপুর উপজেলার সারী ও বড় নয়াগং নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় বড়খলা ও তিলকইপাড়া এলাকায় দুটি পরিবারের বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। উপজেলার নিজপাট, দরবস্ত, জৈন্তাপুর ও চারিকাটা, ফতেপুর ও চিকনাগুল ইউনিয়নের বেশিরভাগ গ্রামের মানুষ এখন পানিবন্দি। রাস্তাঘাট, স্কুল-কলেজ পানিতে তলিয়ে গেছে।
উপজেলার আসামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইমরান আহমদ সরকারি মহিলা কলেজ, বিরাইমারা সরকারি প্রাথমিক, ডুলটিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাউরভাগ উচ্চ বিদ্যালয়, চারিকাটা উচ্চ বিদ্যালয়সহ আর অনেক শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে।
জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম জানান, বন্যার্তদের সহায়তায় প্রশাসন সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আশ্রয়কেন্দ্রে ও সড়কে যারা আশ্রয় নিয়েছেন তাদের শুকনো খাবার দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
একই অবস্থা বিরাজ করছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায়ও। এ উপজেলার প্রায় শতভাগ এলাকা এখন বন্যার পানিতে তলিয়ে গেছে। উপজেলা সদরের সঙ্গে সিলেটের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। উপজেলার সরকারি-বেসরকারি অফিসে পানি, শিক্ষাপ্রতিষ্ঠানও তলিয়ে গেছে। পানিবন্দি মানুষ তাদেরকে উদ্ধারের জন্য আকুতি জানাচ্ছেন।
এ উপজেলায় বন্যার্তদের উদ্ধারে কাজে নেমেছে সেনাবাহিনী।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার ঢালারপাড়, ভোলাগঞ্জ, পাড়ুয়া, দয়ারবাজার প্রভৃতি এলাকায় হাজার হাজার মানুষ পানিবন্দি অবস্থায় চরম আতঙ্কে মানবেতর সময় কাটাচ্ছেন। কখন তাদের উদ্ধারে কেউ এগিয়ে যাবে সেই আশায় তারা চেয়ে আছেন।