বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে জামানত হারালেন ৭ মেয়র প্রার্থী

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার পৌর নির্বাচনে ১০ মেয়র প্রার্থীর মধ্যে জামানত খোয়ালেন ৭ মেয়র প্রার্থী। বিয়ানীবাজার নির্বাচন অফিস সুত্রে এ তথ্য পাওয়া যায়।

জামানত হারানো মেয়র প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির লাঙল প্রতিকের দলীয় প্রার্থী সুনাম উদ্দিন (১৩৮ ভোট) ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির দলীয় প্রার্থী কাস্তে প্রতিকের আবুল কাশেম (১৭৩ ভোট), সাবেক পৌর প্রশাসক জগ প্রতিকের তফজ্জুল হোসেন (১৪৯৯ ভোট), হেংগার প্রতিকের স্বতন্ত্র প্রার্থী প্রভাষক আব্দুস সামাদ আজাদ (১১৬৪ ভোট), কম্পিউটার প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আহবাব হোসেন সাজু (১৪৬৩ ভোট), হেলমেট প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল কুদ্দুছ টিটু (৬৭১ ভোট), নারিকেল গাছ প্রতিকের স্বতন্ত্র প্রার্থী অজি উদ্দিন (২১৫ ভোট)।

বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন জানান, নিয়ম অনুযায়ী কাস্টিং ভোটের ৮ ভাগের এক ভাগ ১৭৫৪ টি ভোট যারা পাননি তারা জামানত হারিয়েছেন।

Back to top button