সিলেট

সারা দেশে সেরা ইমাম সিলেটের হাফেজ-মাওলানা হারুন

টাইমস ডেস্কঃ বাংলাদেশের অন্যতম সেরা কৃষি শিক্ষা ও গবেষণা বিশ্ববিদ্যালয়-সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতীব ও ইমাম হাফেজ-মাওলানা মো. হারুন-অর-রশীদ ২০২০-২০২১ সালের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন সরকারীভাবে সারা দেশের মধ্যে।

তিনি সিলেট সদর উপজেলা, সিলেট জেলা ও সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন এর আগে।

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার উপাদি উত্তর ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

পিতার নাম মো. আব্দুল হান্নান মিয়াজি মাতা রহিমা বেগম। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা ও দুই পুত্র সন্তানের জনক।

হাফেজ-মাওলানা হারুন-অর-রশীদ ১৯৯৮ সাল থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব ও ইমাম হিসেবে চাকরির মাধ্যমে কর্মরত আছেন।

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় তিনি পুরষ্কার হিসেবে নগদ অর্থ, সনদ ও ক্রেষ্ট লাভ করবেন।

হাফেজ ও মাওলানা মো. হারুন অর রশীদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার তাকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনন্দন জানিয়েছেন রেজিস্ট্রার মো: বদরুল ইসলাম শোয়েব প্রমুখ।

Back to top button