বড়লেখায় পাঁচ গরু চোরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

নিউজ ডেস্কঃমৌলভীবাজারের বড়লেখায় গরু চুরির মামলায় দুই আসামিকে ৫ বছরের ও তিন জনকে ৪ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক। ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার গোপালপুর গ্রামের হাসান মিয়া ও নাছিম আহমদ এবং ৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন সাইফুল ইসলাম, কাউছার আহমদ ও গোলাপগঞ্জের রহমত খান।
মামলার বিবরণে জানা যায়,দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা ২০১৭ সালের ২৯ নভেম্বর সন্ধ্যা রাতে বড়লেখা পৌরশহরের তেলিগুল এলাকার বাসিন্দা জাকির হোসেনের বসতঘরের বারান্দা থেকে ৪টি গরু চুরি করে নিয়ে যায়। স্থানীয় জনতার সহায়তায় জাকির হোসেন চোরদের ধাওয়া করে দুই গরু চোরকে আটক ও চোরাই গরু উদ্ধার করেন। পরে তিনি গরু চুরির ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে ৫ জনকে আসামি করে থানায় মামলা করেন।
বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি গোপাল দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি গরু চুরির মামলার রায়ে আদালত দুই আসামির ৫ বছরের এবং ৩ আসামির ৪ বছরের সশ্রম কারাদণ্ড রায় ঘোষণা করেছেন।