হবিগঞ্জে স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্রের পরিদর্শকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্কঃহবিগঞ্জের বানিয়াচংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পরিদর্শক জ্যোতিষ দাশ (৩০) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার সুবিদপুর গ্রামে অবস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের ভেতরের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জ্যেতিষ দাশ আতুকুরা গ্রামের জয় কিশোরের পুত্র। সে দীর্ঘদিন যাবত সুবিদপুর স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পরিদর্শক হিসেবে কর্মরত ছিল।
বানিয়াচং থানার (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, রাতে হঠাৎ করে জ্যেতিষ দাশ নামে ওই যুবক স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের ভেতরের একটি কক্ষে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে। পরে বিষয়টি স্থানীয়রা আঁচ করতে পেরে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ওসি বলেন, কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।