মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মহানবী হযরত মুহাম্মদ (সা:) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.)-কে নিয়ে ভারতে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের পর জেলার বিভিন্ন সমজিদ থেকে মুসল্লীগন বিক্ষোভ মিছিল বের করে প্রতিবাদ সমাবেশ করেছে। শুক্রবার (১০ জুন) বাদ জুম্মা সুনামগঞ্জ ইমাম মুয়াজ্জিন পরিষদের আয়োজনে পৌর শহরের বিভিন্ন এলাকার মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ার পয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আব্দুর রকিব, মাওলানা আব্দুর বাছির প্রমুখ।জেলার তাহিরপুর উপজেলার বিক্ষোভ সমাবেশ করেছে সর্বস্তরের মুসলিম জনতা। শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার সদর বাজারের শাহজালাল টাওয়ারে সম্মুখে তৌহিদী জনতার আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ভারতে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের পোষ্টারে আগুন লাগিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাদের কঠিন শাস্তির দাবী জানানো হয়।
এসময় উপস্থিত বক্তাগন বলেন, ভারতের মুসলমানদের উপর ক্ষমতাশীন বিজেপি সরকারের জুলুম নিপীড়নের সীমা ছাড়িয়ে গেছে। এবার প্রাণের নবী মুহাম্মাদ সঃ কে নিয়ে কটুক্তি করে বিশ্ব মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। ধর্ম নিরপেক্ষতার দাবিদার ভারত সরকার সে দেশকে মুসলিম শুন্য করার ষড়যন্ত্র করছে। ইতিমধ্যেই জাতিসংঘ, ওআইসিসহ আরব বিশ্বে ভারতের বিরুদ্ধে নিন্দাও প্রতিবাদের ঝড় উঠেছে। এ সময় ইকবাল হোসেন, হোসাইন শরীফ বিপ্লব, সবুজ মিয়া, তানবির আহমেদ লিংকন প্রমুখ উপস্থিত ছিলেন।