বড়লেখায় বন্যার্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের বড়লেখায় জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বর্নি ইউনিয়নের গোদাম বাজারে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট মুরব্বি মইন উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রনেতা আবু বক্কর তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সুয়েব আহমদ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বড়লেখা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, জালালাবাদ অ্যাসোসিয়েশন আমেরিকা শাখার সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম পংকি, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালি শাখার নবনির্বাচিত সভাপতি ছাব্বির আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবনেতা জাহারুল ইসলাম লিপু, সুহেল আহমদ, জবুল হোসেন, সাহেদুল ইসলাম সহ আরও অনেকে।