কুলাউড়া

কুলাউড়ায় শিক্ষকের মারধরে গুরুতর আহত শিক্ষার্থী

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বরমচাল ইউনিয়নে শিক্ষকের বেধড়ক মারধরে সিদ্দিক আলী (১৪) নামে ৮ম শ্রেণির এক মাদরাসা ছাত্র গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বরমচাল খন্দকার মাদরাসায় নির্যাতনের ঘটনাটি ঘটে। পরে ওই শিক্ষার্থীর অভিভাবকরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। সিদ্দিক ওই ইউনিয়নের আলীনগরের বাসিন্দা মখদ্দছ আলীর ছেলে।

শিক্ষার্থীর অভিভাবকরা মাদরাসা সহ-সুপার মাওলানা মাহতাবুর রহমানকে অভিযুক্ত করে এ বিষয়ে কুলাউড়া থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ করেছেন।

আহত মাদরাসা ছাত্রের পরিবারের লোকজন অভিযোগ করেন, বরমচাল খন্দকার মাদরাসা সহ-সুপার মাওলানা মাহতাবুর রহমান বুধবার বেলা সাড়ে ১২টা নাগাদ ৮ম শ্রেণির ছাত্র সিদ্দিক আলীকে মারপিট করেন। এতে সে ঘাড়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। মাদরাসার অভিভাবক কমিটির সদস্য কামাল উদ্দিনসহ এলাকার লোকজন আহত ছাত্রকে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তাররা সিদ্দিক আলীর ঘাড়ে এক্সরে করার নির্দেশ দেন। ঘাড়ের জখম গুরুতর হলে তাকে ওসমানী হাসপাতালে পাঠানো হবে।

বিকেল সাড়ে তিনটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীর মা জাহানারা বেগম অভিযোগ করেন, গত দুদিন আগে ওই শিক্ষক আমার ছেলেসহ ছাত্রদের মারপিট করেছেন। এজন্য মঙ্গলবার সিদ্দিক আলী মাদরাসায় যায়নি ভয়ে। বিষয়টি আমি মাদরাসা সুপার লুৎফুর রহমানের কাছে জানিয়েছি। বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর ক্ষোভে ওই শিক্ষক মাওলানা মাহতাবুর বুধবার মাদরাসায় যাওয়ার পর আমার ছেলেকে বেধড়ক মারধর করেন। মাদরাসার শিক্ষার্থীদের এভাবে মারপিট না করার জন্য অন্য সুপারসহ শিক্ষকরা সতর্ক করেন সহ-সুপারকে। কিন্তু তারপরও কাউকে পাত্তা না দিয়ে এমন কাণ্ড করলেন তিনি। আমি সংশ্লিষ্টদের কাছে বিষয়টির সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত সহ-সুপার মাওলানা মাহতাবুর রহমান মোবাইল ফোনে জানান, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। দুষ্টামির কারণে তিনি মারপিট করেছেন। ঘটনার পর কমিটির লোকজনসহ বিষয়টি নিষ্পত্তি হয়েছে। ছাত্রের চিকিৎসা করানোর জন্য টাকা পয়সাও দেওয়া হয়েছে। মারার সময় চড় মারতে গিয়ে ছাত্রের ঘাড়ে আঘাত লাগে।

অভিযুক্ত শিক্ষক আরও জানান, এই ঘটনা নিয়ে ষড়যন্ত্র চলছে। মাদরাসায় ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনা রয়েছে। যা সাক্ষাতে বলবেন বলেও জানান তিনি। সব বিষয় নিয়ে সরেজমিন তদন্ত করার অনুরোধ জানান এই শিক্ষক।

এ বিষয়ে মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা লুৎফুর রহমান বিকেল ৪টার দিকে মোবাইলে বলেন, সিদ্দিক দুইদিন আগে তাকে মারধরের বিষয়ে আমাকে জানায়। আমি বিষয়টি নিয়ে সহ-সুপারকে সতর্ক করে দেই। তবুও আজ এমন ঘটনা ঘটালেন মাওলানা মাহতাবুর রহমান। আহত শিক্ষার্থীর চিকিৎসাসহ সার্বিক বিষয়ে মাদরাসার পক্ষ থেকে সহযোগিতা করা হবে। বিষয়টি আমি তাৎক্ষণিক মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ইউএনও মহোদয়কে জানিয়েছি।

মাদরাসা পরিচালনা কমিটির আহ্বায়ক ও কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী জানান, বিষয়টি তিনি জেনে আহত শিক্ষার্থীর চিকিৎসা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Back to top button