বড়লেখা

বড়লেখায় নিখোঁজ সুজনকে উদ্ধার করা সম্ভব হয়নি, অভিযান সমাপ্ত

নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের বড়লেখায় সোনাই নদীতে নিখোঁজ যুবক মো.সুজন আহমদকে খুঁজে পাওয়া যায়নি। দিনভর বড়লেখা ফায়ারসার্ভিসের একটি ইউনিট ও পরবর্তীতে সিলেট থেকে আসা বিশেষ ডুবুরি দলের অভিযানের পরও সুজনকে খুঁজে না পাওয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত করেছেন উদ্ধারকারীরা৷

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

এ বিষয়ে বড়লেখা ফায়ারসার্ভিস স্টেশন কর্মকর্তা শামীম মোল্লা বলেন, ‘দিনভর নদীতে উদ্ধার অভিযানের পরও নিখোঁজ সুজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে নদীর প্রবল স্রোতের কারণে তিনি নিখোঁজ এলাকা থেকে দুরে কোথাও চলে গেছেন।’

প্রসঙ্গত, শনিবার সকালে গোলাপগঞ্জ থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে গাছ নিয়ে বড়লেখার চান্দগ্রামে আসছিলেন মো. সুজন আহমদ। বর্ণি ইউনিয়নের নিহারী নামক স্থানে আসার পর তিনি নদীতে পড়ে যান ৷ স্থানীয়দের মতে মো. সুজন একজন মৃগী রোগী। যার কারণে হয়তো তিনি পানি থেকে উঠতে পারেনি। খবর পেয়ে সকাল থেকে উদ্ধার অভিযানে নামে বড়লেখা ফায়ারসার্ভিসে একটি ইউনিট। দিনভর অভিযানের পরও নিখোঁজ সুজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ সুজন গোলাপগঞ্জ উপজেলার নুরজাহানপুর গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।

Back to top button