হবিগঞ্জে তুচ্ছ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০
হবিগঞ্জের নবীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাংলাবাজারে দুগ্রুপের মধ্যে রক্ষক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যা রাতে এ সংঘর্ষের ঘটনাটি সংগঠিত হয়। সংঘর্ষ প্রায় আধ ঘন্টাব্যাপী চলে। খবর পেয়ে নবীগঞ্জ থানাপুলিশ স্থানীয় লোকদের নিয়ে পরিস্থিতি সামাল দেয়।
স্থানীয়রা জানায়, বুধবার এনাতাবাদ গ্রামের হালিম মিয়া ও তার বোন হনুফা বেগমের মধ্যে জায়গা-জমির বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। এ ঘটনা নিয়ে এনাতাবাদ গ্রামের নুনু মিয়া মিমাংসার চেষ্টা করলে নুনু মিয়া ও হালিমের মধ্যে কথা কাটি কাটি হয়। তখন স্থানীয়রা পরিস্থিতি প্রাথমিক অবস্থায় শান্ত করেন।
পরের দিন বৃহস্পতিবার সন্ধ্যার পর বাংলাবাজারে নুনু মিয়া ও হালিম মিয়ার আবারো এ নিয়ে কথাকাটাকাটি শুরু হয়। খবর পেয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, ইট পাটকেল নিয়ে একের অপরের উপর হামলা পালটা হামলা চালায়। এসময় বাজারের ব্যবসায়ীরা ও সাধারণ মানুষ আতংকিত হয়ে ছুটাছুটি করতে থাকেন।
হামলায় গুরুতর আহত অবস্থায় এনাতাবাদ গ্রামের হালিম মিয়া, মাহিদ মিয়া ও আবু ছায়াদ মিয়া (৪৫)-কে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হামপাতালে প্রেরণ করেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনজার্চ মো ডালিম আহমদ জানান, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।