বড়লেখা

বড়লেখায় প্রশিক্ষণ কর্মশালা ও ক্ষুদ্রঋণের ১৫ লাখ টাকার চেক বিতরণ

বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় সমাজসেবা অধিদপ্তরের উপজেলা পর্যায়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারি ও উপকারভোগিদের দক্ষতা উন্নয়ন শীর্ষক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ মূল্যায়ন ও সনদপত্র বিতরণ করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুর রকিব। পরে উপজেলার বিভিন্ন এলাকার সমিতিভুক্ত ৬৫ জন উপকারভোগির মাঝে ক্ষুদ্রঋণের ১৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান ও ক্ষুদ্রঋণ বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রশিক্ষণ প্রদান ও বিশেষ অতিথির বক্তব্য দেন উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান প্রমুখ।

Back to top button