তাহিরপুরে গৃহবধূকে নৃশংসভাবে কুপিয়েছে দুর্বৃত্তরা

তাহিরপুর প্রতিনিধি-সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ব সুত্রুতার জের ধরে সুফিয়া বেগম (৪০) নামে এক গৃহবধূকে রাতের আধারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেছে দুর্বৃত্তরা। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার মেয় স্বপ্না বেগম (১৯) ও ছেলে কাউসার মিয়া (১৮) আহত হয়েছে।
আশঙ্কাজনক অবস্থায় সুফিয়া বেগমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং স্বপ্না বেগম ও কাউসার মিয়াকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মঙ্গলবার মধ্য রাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ব্রাক্ষণগ্রাও গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এঘটনায় তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ব্রাক্ষণগাঁও গ্রামের জয়নাল মিয়ার সঙ্গে গেল ইউপি নির্বাচনকে কেন্দ্র করে একই গ্রামের আজিজুল ইসলাম ও জুয়েল মিয়া গনংদের সঙ্গে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ২৮ মে বিকাল ৪টার দিকে আজিজুল ইসলাম ও জুয়েল মিয়ার লোকজন জয়নাল মিয়াকে বাজারে একা পেয়ে প্রকাশ্যে মারফিট করে প্রাণে মারার চেষ্টা করে।
একই ঘটনার রেস ধরে বুধবার দিবাগত মধ্য রাতে আজিজুল ইসলাম, জুয়েল মিয়া সহ তাদের সঙ্গীয়রা আহত জয়নাল মিয়ার বাড়ীতে এসে হামলা করে ভাংচুর চালায়। এ সময় জয়নাল মিয়ার স্ত্রী সুফিয়া বেগম বাধা দিতে আসলে তাকে দাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাত্ব করে দুর্বৃত্তরা।
একপর্যায়ে মাকে বাঁচাতে মেয়ে স্বপ্না বেগম ও ছেলে কাউসার মিয়া এগিয়ে আসলে দৃবৃত্তরা তাদেরকেও কুপিয়ে আহত করে। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে দৃবৃত্তরা দ্রুত সটকে পড়ে। পরে প্রতিবেশীরা রাতেই আহত সুফিয়া বেগমকে উদ্ধার করে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্রে ভর্তি করে। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার বলেন, নারীকে কুপিয়ে আহত করার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে আহত নারীর স্মামী জয়নাল তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তপূর্বক অভিযুক্তদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।