বড়লেখা

বড়লেখায় রাস্তা দখল করে চলছে ধান শুকানো, স্বাভাবিক যান চলাচলে বিগ্ন

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখায় অবাধে রাস্তা দখল করে শুকানো হচ্ছে ধান৷ রাস্তার উপর সিমেন্টের বস্তা দিয়ে তৈরি চট মেলে তার উপর ধান শুকাচ্ছেন কৃষকরা। এতে রাস্তা দিয়ে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালক ও সাধারণ পথচারীরা বিপাকে পড়েছেন। এছাড়া চালকরা ধানের উপর দিয়ে গাড়ি চালিয়ে গেলে তাদের সাথে অবান্তর তর্কে জড়াচ্ছেন ধান মেলতে দেওয়া কৃষান কৃষাণীরা।

সরেজমিনে উপজেলার বোয়ালী- নিজবাহাদুরপুর এবং চরিয়া- অফিসবাজার রাস্তায় দেখা যায় কৃষাণীরা রাস্তা দখল করে ধান শুকাচ্ছেন। ফলে রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন চলাচলে বিগ্ন সৃষ্টি হচ্ছে। এনিয়ে ক্ষোভ জানিয়েছেন চালকেরা।

এ বিষয়ে সিএনজি চালিত অটোরিকশা চালক রাসেল আহমদ বলেন, ‘ রাস্তা দখল করে বিভিন্ন রাস্তায় ধান শুকানো হয়। যার কারণে আমরা গাড়ি চালাতে অসুবিধার সৃষ্টি হয়৷ আমরা এ ব্যাপারে কথা বললে যারা ধান শুকান তারা ঝগড়া বাধিয়ে দেন। তাই এখন আর প্রতিবাদ করিনা। ‘

মোহাম্মদ নাইম নামের এক মোটরসাইকেল আরোহী বলেন ‘ রাস্তায় ধান শুকানোর ফলে আমরা স্বাভাবিক ভাবে গাড়ি চালাতে পারি না। মানুষ রাস্তাকে নিজের বাড়ির উঠান মনে করে।

Back to top button