বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান, বন্ধ ২ প্রতিষ্ঠান, ক্লিনিকসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারে দ্বিতীয় দিনের মতো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রাইভেট ক্লিনিক, ডায়গোনেস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩১মে) সন্ধ্যায় অভিযানে দুটি প্রতিষ্ঠান বন্ধ ও কয়েকটি প্রতিষ্ঠান থেকে বিভিন্ন অনিয়মের কারনে জরিমানা আদায় করা হয়।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট আশিক নুরের নের্তৃত্বে অভিযানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন সুমন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দ্বিতীয় দিনের অভিযানে নিবন্ধন আপডেট না থাকা, বিভিন্ন ডকুমেন্টে গড়মিল থাকা ও যন্ত্রপাতি মেয়াদোত্তীর্ন থাকার অপরাধে ক্লাসিক ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল হোম-২ নামে দুটি প্রতিষ্ঠানকে সিলগালা করে দেয়া হয়েছে। এছাড়াও অনুমোদনের অতিরিক্ত শয্যায় রোগী ভর্তি রেখে চিকিৎসা প্রদান করায় আলফা ক্লিনিক এবং নিবন্ধনহীন ও বৈধ কাগজপত্র না থাকায় সেন্ট্রাল মেডিকেয়ার সার্ভিসেস (সিএমএইচ), প্রাইম ডায়াগনস্টিক সেন্টার, সিটি ডায়গনস্টিক সেন্টার ও মুক্তি ফিজিওথেরাপী সেন্টারকে সর্বমোট ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট মো. আশিক নূর বলেন, অনেক প্রতিষ্ঠানের লাইসেন্সের নবায়ন নেই, ডায়গোনেস্টিক সেন্টারের ল্যাবগুলোর অবস্থা খুবই নাজুক, দক্ষ টেকনিশিয়ান না থাকাসহ পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতিগুলোও অনেকের মেয়াদোত্তীর্ণ। তিনি বলেন, স্বাস্থ্য খাতের এই অভিযান অব্যহত থাকবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন সুমন বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী তাদের অভিযান চলমান রয়েছে। অনিয়মকারি এসব প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।

Back to top button