সিলেট

সিলেট নগরীর মিরাবাজারে ৩টি বিষধর সাপ উদ্ধার

সিলেট নগরীর মিরাবাজর সুপ্রীম হোটেলের পাশে জয়রাম সাজিবাড়ি-৮৫নং বাসা থেকে অক্ষত অবস্থায় তিনটি বিষধর সাপ উদ্ধার করছেন কবিরাজ ইব্রাহীম আলী।

জানা যায়, নগরীর মিরাবাজারের জয়রাম সাজিবাড়ি-৮৫নং বাসার বসতঘরে ঢুকে পড়ে বিষধর স্ব্রীং কুবরা ও দুটি ভিমরাজ সাপ। এক সপ্তাহ ধরে পরিবারের লোকজন সাপের আতংকে দিন কাটান। যে কোন নিরবতার এই সুযোগে বিষধর স্ব্রীং কুবরা ও দুটি ভিমরাজ সাপ পাকা ঘরের বাথরুমে ঢুকে পড়ে। বসত ঘরের লোকজন বাথরুমে গেলে এ সাপের সন্ধান পান। মঙ্গলবার আবারও সাপকে দেখতে পেয়ে দুপুরে সর্পরাজ ইব্রাহীম আলীকে খবর দেন।

ইব্রাহীম আলী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অক্ষত অবস্থায় সাপ ৩টিকে ধরে বাথরুম থেকে এবং সামসেট থেকে উদ্ধার করেন।

Back to top button