বিয়ানীবাজারে ৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ৩ বছর পর গ্রেফতার!

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার উপজেলায় এনআই এক্টের ৩ মামলার পলায়নরত ওয়ারেন্ট ভুক্ত আসামী আনোয়ার হোসেন(৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। তার মূল বাড়ি ব্রাহ্মণবাড়ীয়া জেলায় হলেও সে স্থায়ী ভাবে বসবাস করে আসছে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের লাংকোনা এলাকায়। তার পিতার নাম বাহার মালদার।
বিয়ানীবাজার থানা সূত্রে জানা যায় সে বিভিন্ন ব্যাংক থেকে টাকা লোন নিয়ে তা পরিশোধ না করে পলায়নরত ছিল ২০১৯ সাল থেকে৷ লোনের টাকা পরিশোধ না করার কারণে তার বিরুদ্ধে এনআই এক্টে ৩ টি মামলা হয় এবং তা ওয়ারেন্ট হয়।
সোমবার(৩০ মে) দুপুরে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক নুরন্নবী মোড়ল এর নেতৃত্বে একদল পুলিশের সহযোগীতায় সিলেটে যাওয়ার পথে অভযুক্ত আসামীকে গ্রেফতার করা হয়।
বিয়ানীবাজার অফিসার ইনচার্জ হিল্লোলরায় বিয়ানীবাজার টাইমসকে জানান সে ৩ বছর থেকে পলাতক ছিল। তার মূল বাড়ি ব্রাহ্মণবাড়ীয়া হওয়ায়, তাকে শনাক্ত করতে বেশ কিছু বেগ পোহাতে হয়েছে। তবে অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে সিলেট যাওয়ার পথে গাড়ির মধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। তাকে ইতিমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।