বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার পৌর নির্বাচনে আওয়ামীলীগের ৩ বিদ্রোহী মেয়র প্রার্থীকে বহিষ্কারের সুপারিশ

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন না দিয়ে বিদ্রোহী মেয়র প্রার্থী হওয়ায় তিনজনকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। তাদের মধ্যে একজন উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল এবং দু’জন ছাত্রলীগের সাবেক দায়িত্বশীল নেতা। সম্প্রতি প্রাথমিক সদস্য পদসহ তাদেরকে বহিষ্কারের সুপারিশ করে উপজেলা আওয়ামী লীগ।

এর আলোকে রোববার (২৯ মে) রাতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান তাদের বিরুদ্ধে চ‚ড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য কেন্দ্রে সুপারিশ প্রেরণ করেন। তাদের স্বাক্ষরিত একটি প্যাড বিয়ানীবাজার টাইমসের হাতে এসে পৌছেছে।

আওয়ামী লীগের বিদ্রোহী তিন প্রার্থী হলেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুছ টিটু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহŸায়ক জিএস ফারুকুল হক, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহবাব হোসেন সাজু।

Back to top button