সিলেট -চন্দরপুর সড়ক: ভোগান্তিতে কয়েক লাখ মানুষ

মহসিন রনি, বিয়ানীবাজার : বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নে আরোঙ্গাবাদে অবস্থিত প্রধান সড়ক চন্দরপুর-সিলেট সড়কে কয়েকশো কিলোমিটার ভাঙা থাকার কারনে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার-বড়লেখার কয়েক লাখ মানুষ। বিশেষ করে তিন চাকায় চালিত সিএনজি বিভিন্ন সময় গর্তে পড়ে ঘটছে নানা দূর্ঘটনা।দিন দিন এই সড়কটির ভাঙা অংশ বৃদ্ধি পাওয়াতে ভোগান্তিতে দিন পার করছেন চালকরা।
সরেজমিন সড়কটি ঘুরে দেখা যায়, বিরতি দিয়ে বিভিন্ন জায়গায় প্রায় কয়েকশো কিলোমিটার সড়ক ঝুঁকি পুর্ণ রয়েছে এবং যেগুলোতে প্রতিদিন ছোট ছোট দুর্ঘটনা ঘটছে। চালকদের দাবি দিন দিন এই সমস্যা বাড়লেও কোনো প্রতিকার পাচ্ছেন না তারা।
আলম উদ্দিন নামের এক সিএনজি চালক বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে সিলেট যাতায়াত করি ভাঙা অংশের কারনে গাড়ি দুই দিন পর পর মেরামত করতে হয় যেটা আমাদের মতো দিনমজুর চালকদের জন্য কষ্টসাধ্য। এ ছাড়াও দুর্ঘটনা কবলে পড়তে হতে পারে যেকোনো সময়, এই ভোগান্তির শেষ কোথায় আমাদের জানা নেই।
এ বিষয়ে মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন বলেন, রাস্তাটি যেহেতু আমার ইউনিয়নে পড়েছে সেহেতু আমি নিজ দায়িত্ব প্রশাসনের সমন্বয় সভায় বিষয়টি উপস্থাপন করেছি। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো কাজ শুরু হতে পারে।