“৫ বছরের সকল উন্নয়ন- সফলতা পৌরবাসীর, ব্যার্থতাগুলো আমার”-আব্দুশ শুকুর

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুশ শুকুর বলেছেন, তাকে পৌরবাসী নির্বাচিত করার পর তিনি প্রতিনিয়ত সাধ্য অনুযায়ী চেষ্ঠা করেছেন পৌরবাসীকে সেবা দিতে, সেক্ষেত্রে প্রথম পৌর মেয়র হিসাবে বিগত দিনের তুলনায় ব্যাপক উন্নয়ন করেছেন। পৌরসভায় পরিকল্পনা অনুযায়ী কিছু কাজের ব্যার্থতা রয়েছে যার সম্পুর্ন দায়বার নিজের কাধে নিয়ে, সফলতার সকল ভাগ ভোটারদের দিয়ে ।
তিনি শুক্রবার সন্ধ্যায় বিয়ানীবাজার পৌর মিলনায়তনে তার ৫ বছরের সকল কর্মকান্ড তুলে ধরে বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন।
আব্দুশ শুকুর বলেন, পৌরসভার ব্যাপক উন্নয়নের জন্য দীর্ঘ পরিকল্পনা নেয়া হয়েছে। বিভিন্ন প্রকল্প এখোনো অনুমোদনের জন্য প্রক্রিয়াধিন। এসব প্রকল্প অনুমোদন হলে বিয়ানীবাজার পৌরসভার চিত্র বদলে যাবে। তিনি সকল কর্মকান্ডে সহযোগীতা করায় পৌরসভার সকল নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি পৌরসভা বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, সিলেট বৃষ্টি প্রবন এলাকা হওয়ায় বিটুমিনের তৈরি রাস্তা সহজে ভেঙ্গে যায়। তাই আমরা আরসিসির মাধ্যমে রাস্তার উন্নয়ন কাজ করেছি। পৌরসভার অনেক রাস্তা নির্মাণ করা হয়েছে। অনেক রাস্তা এখনো নির্মান হয়নি, অনেক রাস্তা এখনো কাঁচা রয়েছে। আগামীতে সুযোগ পেলে অবশিষ্ট উন্নয়ন কাজ আমরা করতে পারবো। পৌরবাসীর কাছে সে সুযোগ কামনা করি।
তিনি এসময় সাংবাদিকদের ধন্যবাদ দিয়ে বলেন, উন্নয়নের সকল কর্মকান্ডে মিডিয়া কর্মীদের সহযোগীতায় অনেক কাজ অনেক সহজ হয়েছে। পাশাপাশি সমালোচনা বা ত্রুটিগুলো ধরিয়ে দিয়েও গনমাধ্যমকর্মীরা আমাদের পরিষদকে সহযোগীতা করেছেন।
আব্দুশ শুকুর বলেন, বিগত ৫ বছর যেসব উন্নয়ন করেছেন, দল মতের উর্ধ্বে উঠে পৌরসভা পৌরবাসীর যাতে হয় সেই চেষ্টা করেছেন। কতটুকু করেছি সেটি ভোটার এবং নাগরিকরাই পর্যালোচনা করবেন। তিনি করোনাকালীন প্রতিকুল সময়েও পৌরসভা থেকে সরকারি বরাদ্ধের পাশাপাশি সকল ক্ষেত্রেই সহযোগীতা করা হয়েছে।
তিনি তার ৫ কর্মকান্ডের পর্যালোচনা করে পৌরবাসীর কাছে আবারো ভোট ও দোয়া চান। যদি তাকে পৌরবাসী ভোট দিয়ে আবারো সেবার সুযোগ করে দেন তাহলে তিনি বিয়ানীবাজারের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিবেন, বিয়ানীবাজারবাসী মান মর্যাদা রক্ষা করে এগিয়ে যাবো। দীর্ঘ পাঁচ বছর আপনারা সহযোগিতা করেছেন। এই সময়ে যদি কোন ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করবেন।
মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সদস্য ডা. নাজিরা চৌধুরী, প্যানেল মেয়র নাজিম উদ্দিন, কাউন্সিলর মরিয়ম বেগম, মালেকা বেগম মিছবা উদ্দিন এবং বিয়ানীবাজার কর্মরত সাংবাদিকবৃন্দ।