বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারের ইউএনও পাচ্ছেন পৌর প্রশাসকের দায়িত্ব

বিয়ানীবাজার টাইমসঃ মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ায় বিয়ানীবাজার পৌরসভার প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আগামী ২-১ দিনের মধ্যে পৌরসভার প্রশাসক পদে দায়িত্ব গ্রহণ করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর।

পৌর নির্বাচন শেষে নবনির্বাচিত মেয়রের হাতে (শপথের পর) প্রশাসক দায়িত্ব হস্তান্তর করবেন বলে জানা গেছে।

বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন আগামী ১৫ জুন।

এ বিষয়ে পৌর মেয়র আব্দুস শুকুর বলেন, মন্ত্রণালয় থেকে এরকম একটি সিদ্ধান্ত হয়েছে শোনেছি। আগামী সপ্তাহে সেটি কার্যকর হবে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর বলেন, মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিলেটের জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে চিঠি পেলে দায়িত্ব পালন করবো। তিনি জানান, আগামী রোববার কিংবা সোমবার চিঠি আসতে পারে।

Back to top button