বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার পৌর নির্বাচন : নৌকা বিজয়ী করতে ঐক্যবদ্ধ আ.লীগ

নিজস্ব প্রতিবেদক : বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা মেয়র প্রার্থী আব্দুস শুকুরের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে উপজেলা ও পৌর আওয়ামী লীগ। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কর্মী সভা সহ নৌকার বিজয় নিশ্চিতে নেতাকর্মীদের নিয়ে সব সময় নির্বাচনী মাঠে সরগরম রয়েছে দলটির সর্বস্তরের নেতাকর্মীরা।

শুক্রবার জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে নৌকার প্রার্থী আব্দুস শুকুরের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। এ সময় ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৭ মে প্রতীক বরাদ্দের পর ১৫ জুন নির্বাচনকে সামনে রেখে মাঠে রয়েছেন ১০ জন মেয়র প্রার্থী যার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আব্দুস শুকুর রয়েছেন আলোচনায়।

Back to top button