সিলেট

ফেঞ্চুগঞ্জে ৩দিন ধরে এক কিশোর নিখোঁজ

নিউজ ডেস্কঃসিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার গঙ্গাপুর গ্রামের মোহাম্মদ শাফি(১২) নামে এক কিশোর ৩দিন ধরে নিখোঁজ ।

মঙ্গলবার (২৪ মে) দুপুরে ফেঞ্চুগঞ্জ বাজার থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজ কিশোর শাফি উপজেলার গঙ্গাপুর গ্রামের তুরন মিয়া’র ছেলে।

নিখোঁজ মোহাম্মদ শাফির পরিবার জানায়, গত মঙ্গলবার দুপুর ১২টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার দুপুর ১২টায় নিজ বাড়ি থেকে ফেঞ্চুগঞ্জ বাজারে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্য ঘর থেকে বের হয়। কিন্তু এরপর থেকে সে নিখোঁজ। তাকে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭২৬২৪৬৩৪৯ (ইমন) এই নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়।

Back to top button