বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার পৌর নির্বাচন বর্জন করে নেতাকর্মীদের যে নির্দেশনা দিলো পৌর বিএনপি

বিয়ানীবাজারঃ দলের কেন্দ্রীয় নির্দেশনা মেনে আগামী ১৫ জুন আসন্ন বিয়ানীবাজা পৌর নির্বাচন বর্জন করেছে বিয়ানীবাজার পৌর বিএনপি। এসময় দলের নেতাকর্মীদের নির্বাচনী সকল কর্মকান্ড থেকে বিরত থাকার আহ্বান জানায় তারা।

বুধবার (২৫ মে) বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল এবং সাধারন সম্পাদক জসিম উদ্দিন স্বাক্ষরিত গনমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা নেতাকর্মীদের এ আহ্বান জানায়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশের ন্যায় বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার কেন্দ্রীয় নির্দেশ মেনে বিয়ানীবাজার পৌর নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেননি, তাই নেতাকর্মীরা নির্বাচনী সকল কর্মকান্ড থেকে নিজেদের বিরত রাখার আহ্বান জানানো হয়।-প্রেসবিজ্ঞপ্তি

 

Back to top button