প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বিয়ানীবাজারে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখা হাসিনাকে নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতার কটূক্তির প্রতিবাদে বিয়ানীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিয়ানীবাজার পৌর ও উপজেলা ছাত্রলীগ ( রিভাবেল্ট গ্রুপ)
আজ দুপুরে বিয়ানীবাজার সরকারী কলেজ থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের বিয়ানীবাজার সরকারী কলেজে এসে শেষ হয়। এ সময় ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানিয়ে বিএনপি ও জামাত শিবিরের চক্রান্ত প্রতিরোধ করতে ছাত্রলীগের সকল ইউনিটের নেতাকর্মীকে সজাগ থাকার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা আজাদ জিসান, ছাত্রলীগ নেতা এ.এস.হিরন চৌধুরী, ছাত্র নেতা স্বপন আহমদ,লিটন তারেক,নাহিদ চৌধুরী সাহিদ,কামরুল ইসলাম,জাহেদ আলম,বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগ নেতা মাজেদ আহমদ,অনি খান,সায়দুল খান,তারেক আহমদ,মস্তুফা উদ্দিন,কে.আই.সুজন,রাহাত,সালমান আহমদ সহ উপজেলা,সরকারী কলেজ ও পৌর ছাত্রলীগ নেতৃবৃন্দ।