বিয়ানীবাজার সংবাদ

বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে বিয়ানীবাজার থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদকঃ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে ভুমিকার পাশাপাশি পুলিশের দেশব্যাপী বিভিন্ন মানবিক কার্যক্রমগুলো প্রশংসিত হচ্ছে। এবার সিলেটের বন্যা কবলিত মানুষের পাশে দাড়িয়েছে সিলেট জেলা পুলিশ।

এরই ধারাবাহিকতায় সোমবার (২৩মে) বিয়ানীবাজারে বন্যা কবলিত মানুষের কাছে সিলেট জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিপিএম এর পক্ষ থেকে ত্রান তুলে দেয়া হয়।

বিয়ানীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্থ আলীনগর, চারখাই ও শেওলা ইউনিয়নের কয়েকটি গ্রামে ৩০০ টি পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, পেয়াজ, লবন, আলু ও খাবার  স্যালাইন দিয়ে করা একটি ফুডপ্যাক বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব জাকির হোসাইন, বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায়, পুলিশ পরিদর্শক মেহেদী হাসান, সেকেন্ড অফিসার মোস্তাক আহমেদ, এসআই নুর মিয়া, এসআই ফয়াসাল ও রাব্বীসহ তিন ইউনিয়নের জনপ্রতিনিধিগন।

Back to top button