সিলেট

সিলেটে বন্যা পরিস্থিতি বিবেচনায় এসএসসি পরীক্ষা পেছানোর দাবি

টাইমস ডেস্কঃ নদ-নদীর পানি কমতে শুরু করলেও সিলেটে দুর্গতি কমছে না বানভাসি মানুষের। ১০ দিন ধরে পানিবন্দি থাকায় নানা সংকটে হাবুডুবু খাচ্ছেন তারা। এ অবস্থার মধ্যেই আগামী মাসে শুরু হবে এসএসসি পরীক্ষা। পানিতে তলিয়ে আছে এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান। এমতাবস্থায় বন্যা পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা পেছানোর দাবি শিক্ষার্থীদের।

সোমবার (২৩ মে) সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মনসুরপুর গ্রামে গিয়ে বানভাসিদের ঘরে ঘরে এমন দৃশ্য চোখে পড়ে। খাবার নেই, নেই বিশুদ্ধ পানি, আর পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অস্তিত্বই নেই সেখানে।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে আমলসীদে বাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কিত নারী, পুরুষ, শিশুরা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। আর ঘরবাড়ি ফাঁকা পড়ে থাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

সিলেট জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হেসেন বলেন, ‘থানার ৯টি ইউনিয়নে বিট অফিসারদের মাধ্যমে ও আমরা নিজেরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছি।’

শিক্ষার্থীরা জানায়, বই ভিজে গেছে, কী করবে বুঝতে পারছে না তারা। বন্যাকবলিত এলাকার ৭০০ শিক্ষাপ্রতিষ্ঠান ১০ দিন ধরে বন্ধ। জুন মাসে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষা দেয়া নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা। এ পরিস্থিতিতে সরকারের কাছে পরীক্ষা পেছানোর আবেদন জানিয়েছে তারা।

Back to top button