বিয়ানীবাজার সংবাদ
সংবাদ প্রকাশের পর বিয়ানীবাজারের সেই ঝুকিপূর্ণ গর্ত সংস্কার
নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার টাইমসে সংবাদ প্রকাশের পর অবশেষে সেই ঝুকিপূর্ণ গর্ত সংস্কার করেছে পৌরসভা। সংবাদ প্রকাশের পরই সেই ঝুকিপূর্ণ গর্তটি সংস্কার করা হয়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা ৷
গত ১৫ মে (রবিবার) বিয়ানীবাজার পৌরশহরের মোকাম রোডের প্রবেশ মুখে সৃষ্ট গর্ত নিয়ে সংবাদ প্রকাশ করে বিয়ানীবাজার টাইমস। এসময় পৌরসভার মেয়র তার বক্তব্যে বলেন, অচিরেই গর্তটি সংস্কার করে দেওয়া হবে।
আরও পড়ুন-বিয়ানীবাজার পৌরশহরে সড়কে ঝুঁকিপূর্ণ গর্ত, দুর্ঘটনার শঙ্কা
রবিবার দুপুরে সরেজমিনে মোকাম রোডে গিয়ে দেখা যায় সেই গর্তটি সংস্কার হয়েছে। এসময় স্থানীয় ব্যবসায়ীরা পৌরসভা কর্তৃপক্ষ এবং বিয়ানীবাজার টাইমসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।