বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার পৌরশহরে সড়কে ঝুঁকিপূর্ণ গর্ত, দুর্ঘটনার শঙ্কা

আশফাক জুনেদঃ বিয়ানীবাজার পৌরশহরের ব্যস্ততম সড়ক মোকাম রোডের প্রবেশ মুখে সৃষ্টি হয়েছে ঝুঁকিপূর্ণ গর্তের। গত কয়েকদিন আগে এই গর্তের সৃষ্টি হয়৷ ধীরে ধীরে গর্তটি বড় হচ্ছে। তবে কয়েকদিন পার হলেও এখনো গর্তটি সংস্কারে কোন উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ। ফলে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

জানা যায়, তিন চারদিন আগে সড়কের মধ্যিখানে এই গর্তের সৃষ্টি হয়৷ পৌরসভার মোকাম রোডের প্রবেশ মুখের আরসিসি ঢালাই ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে৷ গর্ত সৃষ্টি হয়ে রড বের হয়ে আছে ৷ প্রথমে ছোট থাকলেও দিন দিন গর্তের আকার বড় হচ্ছে। ব্যবসায়ীরা দুর্ঘটনা রোধে একটি বাঁশের সাথে লাল কাপড় লাগিয়ে রেখেছেন যাতে গাড়ি চালকদের নজরে আসে৷ তবে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন তারা। আজকের মধ্যেই গর্তটি সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

আল মদিনা ফার্মেসীর স্বত্বাধিকারী ইকবাল হোসেন বলেন, ‘তিন চারদিন আগে এই ঝুঁকিপুর্ন গর্তটির সৃষ্টি হয়েছে। প্রতিদিন শত শত গাড়ি এই সড়ক দিয়ে যাতায়াত করে। ফলে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। প্রাণহানিরও শঙ্কা রয়েছে। গর্তটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।

মোকাম রোডের আরেক ব্যবসায়ী জানান, ‘ কয়েকদিন হলেও পৌরসভার কেউ গর্তটি সংস্কারে এগিয়ে আসছে না। ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল করছে। যে কোন সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়ছে।

এ বিষয়ে বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর বিয়ানীবাজার টাইমসকে বলেন, , ‘ বিষয়টি জানা ছিলো না। আমি আজকেই গর্তটি সংস্কারের জন্য ব্যবস্থা গ্রহণ করছি।

Back to top button