সিলেট

বিয়ানীবাজারসহ সিলেটের বন্যা পরিস্থিতির খোঁজ নিলেন সাবেক শিক্ষামন্ত্রী

সিলেটঃ বিয়ানীবাজার-গোলাপগঞ্জসহ সিলেটের বন্যা পরিস্থিতি ও করণীয় নিয়ে প্রশাসন এবং স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। সরকারি সফরে বর্তমানে দেশের বাহিরে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও দেশ এবং এলাকার মানুষের খবরাখবর নিয়েছেন। পানিবন্দী মানুষ যাতে বিশুদ্ধ পানি ও খাবারের সংকটে না পরে সেজন্য তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন।

জানা যায়, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সরকারি সফরে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। শুক্রবার সিলেটের বন্যা পরিস্থিতি ও করণীয় নিয়ে জেলা প্রশাসক, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের ইউএনও এবং আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন। এ সময় জেলা প্রশাসক জানান, ইতিমধ্যে গোলাপগঞ্জ উপজেলায় ৩০ টন এবং বিয়ানীবাজার উপজেলায় ১৬ টন খাদ্য শস্য বরাদ্দ করা হয়েছে।

জবাবে সাবেক শিক্ষামন্ত্রী এই বরাদ্দ ১০০ টনে বৃদ্ধির জন্য জেলা প্রশাসকে বলেছেন এবং তিনি মাননীয় দুর্যোগ প্রতিমন্ত্রীর সাথে আলাপ করেছেন উভয় উপজেলায় ত্রান সামগ্রী বৃদ্ধি করার জন্য। বন্যা পরিস্থিতি নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র থেকেও তিনি প্রতিনিয়ত বন্যা পরিস্থিতির খবরাখবর রাখছেন এবং সমাজের বিত্তবান মানুষসহ আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে সামর্থ্য অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

Back to top button