সুনামগঞ্জে ভয়াবহ রূপ নিয়েছে বন্যা
টাইমস ডেস্কঃ ভারী বর্ষণ-পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি ঘটে ভয়াবহ রূপ নিয়েছে। সুনামগঞ্জের নদ-নদীর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর উপচে পড়া পানিতে পৌর শহরের বিভিন্ন এলাকার বাসাবাড়িতে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, শুক্রবার সুরমা নদীর পানি পৌরশহরের ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় এ পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে ধারণা করছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
এদিকে ক্রমেই রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে। সুনামগঞ্জের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানেও পাঠদান বন্ধ। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সুনামগঞ্জ সদর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলায় রাস্তাঘাট তলিয়ে জনদুর্ভোগ বেড়েছে।
আজ সকাল থেকে সরেজমিনে ঘুরে দেখা যায় সুনামগঞ্জ শহরে নবীনগর, ধারারগাও, পূর্ব নতুনপাড়া, মরাটিলা, শান্তিবাগ এলাকায় হাঁটু জল পেড়িয়ে কুমরসমান পানি মাড়িয়ে চলাচল করছেন পৌরবাসী। এছাড়া এসব এলাকার অধিকাংশ বসতঘরেই পানি ঢুকেছে। অনেকের রান্নাঘরে পানি ঢোকায় খাবার নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বাসিন্দারা।
পৌরশহরের মরাটিলা এলাকার বাসিন্দা হীরন চন্দ্র বলেন, গতচা দিন থেকে বাসার নিচে পানি ছিলো। কিন্তু গতদুই দিন থেকে আমার ঘরে কোমর পানি। ঘরের চুলাও দুদিন হলো বন্ধ। পানির দুর্গন্ধের মধ্যেই কষ্ট করে কোনো রকম ঘরে থাকছি।
শহরের নতুনপাড়া এলাকার সাব্বির তালুকদার বলেন, নদীর পানি বাড়তেই আছে,দুইদিন থেকে রান্নাবান্না সব বন্ধ, গাড়িও চলাচল করে না আর এর মধ্যে গিয়া কর্তা অনেক কষ্ট করি বাজার থাকি হোটেলের খাবার আনিয়া খাইরাম।
উজানে বৃষ্টি না থামলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে এমনটা আশঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা বলেন, শুক্রবার সুরমার পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতে প্রচুর বৃষ্টি হওয়ায় ঢলের কারণে সুনামগঞ্জের পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, বন্যার্তদের সব রকমের সহযোগিতা করতে প্রশাসনের কর্মকর্তারা মাঠে রয়েছেন। আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবার, চাল ও নগদ টাকা বিতরণ করছি।