বিয়ানীবাজারে মেয়র পদে ৩ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক ঃ বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন যাচাই বাছাই শেষে ৪ জন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ মে) রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন। তবে মনোনয়ন অবৈধ হওয়া ৪ জনের আপিলের সুযোগ থাকছে জেলা প্রশাসকের কাছে। সাবেক পৌর প্রশাসকের ব্যাংক তথ্যে গড়মিল থাকায় তাকে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত সময় দেয়া হয়। বাকি ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে।
যাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, মাসুক আহমদ, অজি উদ্দিন ও আহবাব হোসেন সাজু। এ রায়ের বিরুদ্ধে তারা তিন দিনের মধ্যে জেলা প্রশাসক বরাবর আপিল করতে পারবেন।
যাদের মনোনয়ন বৈধ হয়েছে তারা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুস শুকুর, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের মো. সুনাম উদ্দিন, কমিউনিস্ট পার্টি মনোনীত এডভোকেট আবুল কাশেম, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিএস ফারুকুল হক, স্বতন্ত্র প্রার্থী আবু নাসের পিন্টু,আব্দুস সামাদ আজাদ। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাজি আব্দুল কুদ্দুস টিটু।