মৌলভীবাজারকুলাউড়া
কুলাউড়ায় লিচু পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
কুলাউড়া সংবাদদাতাঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় লিচু গাছে উঠে লিচু পাড়ার সময় গাছ থেকে ছিটকে পড়ে ওয়াহিদ আহমদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ১৭ মে সকাল ৭টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওয়াহিদ উপজেলার গাজীপুরের মাস্টারের দোকান এলাকার রেনু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড সদস্য ফজলুল আওয়াল জানান, সোমবার (১৫ মে) দুপুরে ওয়াহিদ মেরিনা চা বাগানে যান। সেখানে গিয়ে লিচু পাড়তে গাছে উঠেন। হঠাৎ গাছ থেকে ছিটকে পড়ে গুরুতর আহন হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ওয়াহিদকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার সকাল ৭টার তিনি মারা যান। ওয়াহিদ ব্যক্তিগত জীবনে বিবাহিত। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।