বিয়ানীবাজার সংবাদ

স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন বিএনপি নেতা পিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি নির্বাচনে না আসলেও বিয়ানীবাজার পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সাবেক ধানের শীষের মেয়র প্রার্থী, বিয়ানীবাজার পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাসের পিন্টু।

মঙ্গলবার (১৭ মে) তিনি উপজেলা নির্বাচন অফিসে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন। উৎসবমুখর পরিবেশে নিজের অনুসারি, স্বজন ও দলীয় নেতাকর্মী নিয়ে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন জমা শেষে আবু নাসের পিন্টু বলেন, গত নির্বাচনে আমি জনগণের ভোটে বিজয়ী ছিলাম, কিন্তু চক্রান্ত করে আমাকে পরাজিত করা হয়েছে। এবার নির্বাচনে জনগন সকল ষড়যন্ত্র রুখে দিয়ে তাকে নির্বাচিত করবেন।

Back to top button