বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার পৌরসভায় মেয়র পদে মনোনয়ন জমা দিলেন যারা

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার পৌরসভার আগামী ১৫ জুনের নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন জমা দেয়ার শেষ দিন উপজেলা পরিষদে অবস্থিত উপজেলা নির্বাচন অফিস ছিলো লোকে লোকারন্য।

সমর্থক ও কর্মীদের নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন জমা দিয়েছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। উপজেলা নির্বাচন অফিস সুত্রে পাওয়া তথ্যমতে ১২ জন মেয়র পদে তাদের মনোনয়ন পত্র জমা দেন।

মনোনয়ন জমা দেয়া প্রার্থীরা হলেন, বর্তমান মেয়র বাংলাদেশ আওয়ামীলীগের সমর্থিত নৌকা প্রতিকের প্রার্থী আব্দুশ শুকুর, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লাঙ্গল প্রতিক নিয়ে সুনাম উদ্দিন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী কাচি প্রতিকের এডভোকেট আবুল কাশেম, স্বতন্ত্র প্রার্থী হিসাবে গত নির্বাচনে দ্বিতীয় হওয়া আবু নাসের পিন্টু, সাবেক পৌর প্রশাসক তফজ্জুল হোসেন, আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী ফারুকুল হক, আহবাব হোসেন সাজু, আব্দুস সবুর, মাসুক উদ্দিন, আহবাব হোসেন সাজু, প্রভাষক আব্দুস সামাদ আজাদ। এছাড়াও আগের দিন মনোনয়নপত্র জমা দেন আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুছ টিটু ও স্বতন্ত্র প্রার্থী অজি উদ্দিন।

Back to top button