বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজার পৌর নির্বাচন : মেয়র পদে মনোনয়ন জমা দিলেন আহবাব হোসেন সাজু

নিজস্ব প্রতিবেদক : আসন্ন বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে শেষ দিনে মনোনয়ন পত্র জমা দিলেন সতন্ত্র মেয়র পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা ও সমাজ সেবক আহবাব হোসেন সাজু। আজ মঙ্গলবার (১৭ মে) বিয়ানীবাজার উপজেলা নির্বাচন অফিসে আচরণ বিধী মেনে সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে তিনি এ মনোনয়ন পত্র জমা দেন।
এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে আহবাব হোসেন সাজু বলেন, আমি একটি দূর্নীতি মুক্ত পৌরসভা গড়ার লক্ষ্যে এবারের নির্বাচনে অংশগ্রহণ করছি। আজ মনোনয়ন পত্র জমা দিয়েছি সকলের দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই আমি প্রচুর সাড়াপাচ্ছি। দীর্ঘ দিন ছাত্র রাজনীতির সাথে ছিলাম করোনাকালে মানুষের পাশে দাড়িয়েছি। আমি জয় নিয়ে আশাবাদী।
উল্লেখ্য, আগামী ১৫ জন অনুষ্ঠিত হবে বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন। এর আগে ২০১৭ সালের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী আব্দুস শুকুর বিজয় লাভ করেন।