বড়লেখা

বড়লেখায় চাঞ্চল্যকর রাজমিস্ত্রী হত্যা: এখনো পলাতক মামলার প্রধান আসামি সাবুল

বিমানবন্দরে গ্রেপ্তার আসামি সাইফুল কারাগারে

নিজস্ব প্রতিবেদকঃ  মৌলভীবাজারের বড়লেখায় চাঞ্চল্যকর রাজমিস্ত্রী রুবেল হত্যা মামলার অন্যতম আসামি সাইফুল ইসলামকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর কারাগারে প্রেরণ করা হয়েছে। গত (১১ মে) বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে গত মঙ্গলবার (১০মে) ভিজিট ভিসায় দুবাই পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জন আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত মামলার প্রধান আসামি ইউপি সদস্য সাবুল আহমদকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে৷।

এদিকে মুল আসামি সাবুল গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন নিহত রুবেলের পরিবারের সদস্যরা। ঘটনার এতোদিন পরও পুলিশ এখনো সাবুল আহমদকে গ্রেপ্তার করতে না পারায় হতাশ তারা৷ তবে অচিরেই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রধান আসামিসহ সকল আসামিকে গ্রেপ্তার করা হবে এমনটাই প্রত্যাশা তাদের।

রুবেল আহমদের চাচাতো ভাই সরফ উদ্দিন বলেন, ‘ আমার ভাইয়ের মৃত্যুর এক মাসের বেশি সময় পার হলেও মূল আসামি সাবুল ও নবাবদের গ্রেপ্তার করতে না পারায় আমরা হতাশ। তবে বড়লেখা পুলিশ প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে। তারা শীঘ্রই আসামিদের গ্রেপ্তার করতে পারবে ইনশাআল্লাহ।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম জানান, রুবেল হত্যা মামলার আসামি সাইফুল ইসলামকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ১৫ জন আসামীর মধ্যে ১০ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। মামলার প্রধান আসামিসহ অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত গত জানা গেছে, গত ৮ এপ্রিল জুমার নামাজের সময় উপজেলার কেছরিগুল জামে মসজিদের ইমামকে নিয়ে কেছরিগুল এলাকার জামাল আহমদের সঙ্গে বড়লেখা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার সরফ উদ্দিন নবাবের কথা কাটাকাটি হয়। পরে এলাকার লোকজন বিষয়টি সমাধান করে দেন। আছরের নামাজের সময় জামাল আহমদের ছেলে ও ভাতিজাদের সঙ্গে সদর ইউপির বর্তমান মেম্বার সাবুল আহমদের ভাই সাবেক মেম্বার সরফ উদ্দিন নবাবের ছেলে ও ভাতিজাদের ঝগড়া হয়। ঘটনার সময় রাজমিস্ত্রী রুবেল আহমদ কাজ শেষে বাড়িতে ফিরছিলেন। এসময় তাকে জামাল আহমদের পক্ষের লোক ভেবে আটকে রেখে ইউপি মেম্বার সাবুল আহমদ ও তার ভাই সরফ উদ্দিন নবাব গংরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে রুবেল মারা যান। রুবেলকে বাঁচাতে গিয়ে তার ভাই সুমন আহমদও আহত হন।

Back to top button