বড়লেখায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের বড়লেখার শাহবাজপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে৷ শনিবার দিবাগত রাত দেড় ঘঠিকার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ এতে প্রায় ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে কি কারণে আগুনের সুত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।
স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত দেড় ঘঠিকার দিকে শাহবাজপুর কাঁচাবাজারের আমির মার্কেটে আগুন দেখতে পেয়ে বাজারের চৌকিদার ব্যবসায়ীদের খবর দেন৷ পরে তারা এসে ফায়ারসার্ভিসে খবর দিলে ফায়ারসার্ভিসের একটি ইউনিট এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ারসার্ভিস পৌছার আগেই ১১ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এসময় আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রবিবার সকালে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
শাহবাজপুর বাজার বনিক সমিতির সভাপতি আব্দুর রহমান বাবুল বলেন, ‘ বাজারের চৌকিদার আগুন দেখে ব্যবসায়ীদের খবর দেয়। পরে তারা এসে ফায়ারসার্ভিসকে জানান। খবর পেয়ে ফায়ারসার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ১১ টি দোকানের প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছ বলে ধারণা করা হচ্ছে। ‘
এ বিষয়ে বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামীম মোল্লা বলেন, ‘ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ারসার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷ আগুনের সুত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পুরোপুরি বলা যাচ্ছে না। এটা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে রিপোর্ট করা হবে। ‘