হবিগঞ্জ
শায়েস্তাগঞ্জে মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: আহত ৫০
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছে। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার নূরপুর নামক স্থানের ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছালেহ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. ছালেহ আহমেদ জানান, মাধবপুর থেকে সিলেটগামী বিরতীহীন বাসের সঙ্গে সিলেট থেকে কুমিল্লাগামী কুমিল্লা ট্রান্সপোর্টের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।