সিলেট

পারিবারিক কবরস্থানে সমাহিত হবেন সাবেক অর্থমন্ত্রী মুহিত

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জানাজা অনুষ্ঠিত হবে সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে। জানাজা শেষে নগরীর রায়নগরের ডিপ্টিবাড়ি পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

জানা গেছে, শনিবার (৩০ এপ্রিল) বিকালের দিকে সড়কপথে মুহিতের লাশ ঢাকা থেকে সিলেটে আনা হবে। এরপর রবিবার (১ মে) দুপুর ১২টায় সর্বস্তরে মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে তার লাশ নেওয়া হবে। ওইদিন বেলা ২টার দিকে দরগাহ মসজিদে জোহরের নামাজ শেষে জানাজার নামাজের জন্য আলিয়া মাদ্রাসা মাঠে নেওয়া হবে সাবেক মন্ত্রী মুহিতের লাশ।

শনিবার দুপুর ১২টায় সিলেট নগরীর ধোপাদিঘী পাড়ে সাবেক অর্থমন্ত্রীর পৈতৃক বাড়ি হাফিজ কমপ্লেক্সে বৈঠকে বসে এসব সিদ্ধান্ত নেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এদিকে সাবেক এই অর্থমন্ত্রীর মৃত্যুতে দুই দিনের শোক পালন করবে সিলেট আওয়ামী লীগ।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, ‘সবকিছু বিবেচনা করেই মরহুম এই নেতার জানাজার নামাজ আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। এরপর নগরীর রায়নগরে ডিপ্টিবাড়ি পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।’

 

Back to top button