কুলাউড়া
কুলাউড়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মৌলভীবাজারের কুলাউড়ায় ঝুলন্ত অবস্থায় বিনয় সূত্রধর (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রাম থেকে বিনয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিনয় সূত্রধর হাজীপুর গ্রামের বিরেশ সুত্রধরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিনয় সূত্রধর পেশায় কাঠমিস্ত্রি। তিনি কিছুদিন যাবৎ মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সোমবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে তিনি ‘আত্মহত্যা’ করেন।
পরে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিনয়ের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, বিনয়ের লাশ উদ্ধার করে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারের সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।