পররাষ্ট্রমন্ত্রীর মহানুভবতায় আবেগ আপ্লুত বৃদ্ধা
মুহিত চৌধুরী: মহানুভবতা মানুষের অনন্য গুণ। পৃথিবীতে কেউই মহানুভব হয়ে জন্মায় না; নিজের কর্মগুণে মহানুভবতা অর্জন করতে হয়। মানবতার কল্যাণে হৃদয়ের দুয়ার খুলে দিতে প্রয়োজন বিরাট সাধনার। যারাই এই সাধনা করতে পারে তারাই অর্জন করে এই অনন্য গুণ।
সিলেটের কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি তেমনি একজন মহানুভব ব্যক্তি। মানবিকতার প্রশ্নে তাঁর কাছে মন্ত্রীত্বের প্রটোকল একেবারেই তুচ্ছ।
আজ শনিবার (২৩ এপ্রিল) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অসংখ্য মানুষের সম্মুখে এটি তিনি প্রমাণ করেছেন। পবিত্র রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে স্বেচ্ছাধীন তহবিল হতে আর্থিক সহায়তার চেক বিতরণ করছিলেন। চেক নিতে নাম ডাকা হলো এক বৃদ্ধা মহিলার। মহিলা এতোই দুর্বল ছিলেন তিনি ঠিকমত হাঁটতে পারছিলেন না। বিষয়টি পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি এড়ায়নি। তিনি মঞ্চ থেকে নেমে এগিয়ে গেলেন বৃদ্ধার কাছে , আর পরম মমতায় বৃদ্ধার হাতে তুলে দিলেন দশ হাজার টাকার চেক। পররাষ্ট্রমন্ত্রীর এমন মহানুভবতা দেখে বৃদ্ধা আবেগ আপ্লুত হয়ে উঠেন।