বড়লেখা

বড়লেখায় সেচ মেশিন জব্দ করল প্রশাসন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখার বড়জালাই (বদ্ধ) জলমহাল সেচে নিয়োজিত ৩টি সেচযন্ত্র জব্দ করেছে উপজেলা প্রশাসন। ইজারাদার মৎস্যজীবি সমিতি বিল শুকিয়ে মাছ ধরতে গত কয়েক দিন ধরে অবৈধভাবে সেচযন্ত্রে বিলের পানি সেচ করছিল বলে অভিযোগ পায় প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান অভিযান চালিয়ে বিল থেকে সেচকাজে নিয়োজিত তিনটি সেচ মেশিন জব্দ করেছেন।

জানা গেছে, উপজেলার বড়থল গ্রামের ২০ একর আয়তনের বড়জালাই (বদ্ধ) জলমহাল জলমহালটি গ্রামবাংলা মৎস্যজীবি সমবায় সমিতি ইজারা নিয়েছে। শুকিয়ে মাছ ধরার নিয়ম না থাকলেও ইজারাদার সমিতি গত কয়েকদিন ধরে পানি সেচের মেশিন বসিয়ে বিলের পানি সেচ করতে থাকে। এব্যাপারে এলাকাবাসী ইউএনও বরাবরে লিখিত অভিযোগ করেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান জানান, জলমহাল সেচযন্ত্রে পানি সেচ দেয়ার নিয়ম নেই। আগেও একবার সরেজমিনে গিয়ে তিনি সেচপাম্প বন্ধ করেন। ইজারাদার সমিতিকে সেচ মেশিন সরিয়ে নিতে নির্দেশ দিলেও তারা তা অমান্য করে। ইউএনও ও সহকারী কমিশনারের (ভুমি) নির্দেশে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তিনি সরকারি এ জলাশয় থেকে তিনটি সেচ মেশিন জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের জিম্মায় রেখেছেন।

Back to top button