
নিজস্ব প্রতিবেদক, বড়লেখাঃ মৌলভীবাজারের বড়লেখায় বোয়ালী ইসলামী ছাত্র পরিষদের দ্বিবার্ষিক কমিটি গঠন ও ইফতার মাহফিল রবিবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সম্পন্ন হয়েছে।
এতে আগামী দুই বছরের জন্য মোহাম্মদ নাইমকে সভাপতি ও সাকিল আহমদকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি কাওসার আহমদ, হাকিম আহমদ, সহ সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সাদিক আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক রামিম আহমদ, অর্থ সম্পাদক বদরুজ্জামান, প্রচার সম্পাদক মোহাম্মদ সাইফ আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আরাফাত আহমদ, ক্রীড়া সম্পাদক তারেক আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক জুমন আহমদ, অফিস সম্পাদক সাজ্জাদুর রহমান, প্রকাশনা সম্পাদক নোমান আহমদ, আন্তর্জাতিক সম্পাদক সাহাদ আহমদ, সদস্য মামুন আহমদ, আলী মোশাররফ, সাজাহান আহমদ, কামরান আহমদ, হানিফ আহমদ, রাহিম আহমদ, দিপু আহমদ।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বোয়ালী ইসলামী ছাত্র পরিষদের সাবেক সভাপতি আশফাক জুনেদ, সাবেক সাধারণ সম্পাদক জাফর হিসাম, সাবেক অর্থ সম্পাদক রাসেদ আহমদ প্রমুখ।