বড়লেখা

শাহবাজপুরে একদিনে দুই মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বড়লেখাঃ মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে একদিনে দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার বিকালে উত্তর শাহবাজপুরের বানিকুনা মসজিদের সামনে সড়ক দুর্ঘটনায় জহুরা আক্তার সাথী (২২) নামের এক যুবতী এবং মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে হ্রদরোগে আক্রান্ত হয়ে আবুল হোসেন (৩০) নামের এক যুবক মৃত্যুবরণ করেছেন। জহুরা আক্তার সাথী উত্তর শাহবাজপুরের রাজপুর গ্রামের নজির আহমদের মেয়ে এবং আবুল হোসেন একই ইউনিয়নের বুড়ারগুল গ্রামের আব্দুল মুত্তালিবের ছেলে৷

আবুল হোসেন

স্থানীয় ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, রবিবার বিকালে জহুরা আক্তার সাথী মোটরসাইকেলে করে বড়লেখায় যাচ্ছিলেন। বড়লেখা- শাহবাজপুর সড়কের বানিকুনা মসজিদের সামনে যাওয়ার পর হঠাৎ করে এক শিশু মোটরসাইকেলের সামনে এসে পড়ে যায়। তাৎক্ষণিক সেই শিশুকে বাঁচাতে ব্রেক কষেন চালক। এসময় মোটরসাইকেলের পেছনে বসা সাথী গাড়ি থেকে ছিটকে রাস্তায় পড়ে যান এবং গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে রবিবার স্থানীয় সময় বিকাল ৪ ঘটিকার দিকে মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে গাড়িতে বসা অবস্থায় হ্রদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আবুল হোসেন। পরে তার সহকর্মীরা তাকে গাড়ি থেকে মৃত অবস্থায় বের করে আনেন। তার লাশ দেশে আনার পক্রিয়া চলছে।

এ বিষয়ে উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বলেন, ‘ গতকাল শাহবাজপুরে এক দিনে দুইজন মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে৷ একজন শাহবাজপুরে সড়ক দুর্ঘটনায় এবং অপরজন দুবাইয়ে হার্ট অ্যাটাক করে। আমি খবর পাওয়ার সাথে সাথে উভয়ের বাড়ি ছুটে গিয়েছি এবং শোকসন্তপ্ত পরিবারের মানুষদের সান্ত্বনা দিয়েছি। ‘

 

Back to top button