বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে দুই ভাইয়ের সংঘর্ষে আহত প্রতিবেশি মহিলার মৃত্যু, আটক দুই ভাই

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে জমি সংক্রান্ত বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষের মাঝে পড়ে ইটের আঘাতে আহত প্রতিবেশী এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত মহিলার নাম সুফিয়া বেগম (৫২)। তিনি দক্ষিণ দুবাগ এলাকার সুরুজ আলীর স্ত্রী। এ ঘটনায় সুফিয়া বেগমের পুত্র বাবুল আহমদ বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২/৩জনকে আসামী করে মামলা দায়ের (মামলা নং-৭/৫৫, তারিখ-১১/৪/২২) করেন।

মামলার এজাহারভুক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মাসুক আহমদ (৪৫) ও নাজিম উদ্দিন (৩৮)কে গ্রেপ্তার করেছে। তারা মামলার এজাহারভুক্ত আসামী ছিলেন।

পুলিশ ও মামলার এজাহার সুত্রে জানা যায়, বিয়ানীবাজার উপজেলার দক্ষিণ দুবাগ এলাকায় গত ৮ মার্চ এলাকার আব্দুল কাদিরের দুই পুত্র মাসুক আহমদ (৪৫) ও নাজিম উদ্দিন (৩৮) বসত বাড়ির ভাগ বাটোয়ারা নিয়ে বাগবিতন্ডা ও সংঘর্ষে জড়ায়। তাদের সংঘর্ষ চলাকালে একটি ইটের আঘাতে আহত হন প্রতিবেশি সুফিয়া বেগম। এ সময় একটি ইট তার পেটে এসে পড়লে তিনি অচেতন হয়ে পড়েন। স্বজনরা তাকে দ্রুত সিলেট ওসমানি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, গ্রেপ্তারকৃত দুই ভাই থানা দায়ের করা হত্যার মামলার এজাহারভুক্ত আসামী। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।

Back to top button