সিলেট

সিলেটে মাংস বিক্রি শুরু

টাইমস ডেস্কঃ সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃক গরু-ছাগলের মাংসের দাম নির্ধারণ করে দেয়ায় আন্দোলনে নেমেছিলেন মহানগর এলাকার মাংস ব্যবসায়ীরা। দাম প্রত্যাহার না করা হলে মাংস বিক্রি করবেন না বলে জানিয়েছিলেন তারা। অবশেষে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর আশ্বাসে সোমবার (১১ এপ্রিল) থেকে আন্দোলন প্রত্যাহার করে মাংস বিক্রি শুরু করেছেন ব্যবসায়ীরা।

সিলেট মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক জানান, বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল থেকে ব্যবসায়ীরা মাংস বিক্রি বন্ধ রেখেছিলেন। তাদের দাবি ছিল মহানগর এলাকায় সিলেট সিটি করপোরেশন গরুর মাংস ৬০০ ও ছাগলের মাংস ৮৫০ টাকা নির্ধারণ করে দিয়েছে। এর চেয়ে বেশি দাম রাখলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়। এই দামে মাংস বিক্রি করে তাদের পুঁজি তোলা সম্ভব হয় না। এর জন্য সিসিকের বেঁধে দেয়া দামে মাংস বিক্রি করা কঠিন হয়ে পড়ে।

আব্দুল খালিক আরও বলেন, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী রোববার রাতে মাংস ব্যবসায়ীদের কথা শুনেছেন। তিনি দাম পুননির্ধারণ করে দেওয়ার আশ্বাস দিলে আমরা পুনরায় মাংস বিক্রি শুরু করেছি।

Back to top button