বড়লেখা

বড়লেখায় রাজমিস্ত্রী খুনের নেপথ্যে

ইমামকে কেন্দ্র করে ঘটনার সুত্রপাত

আশফাক জুনেদ, বড়লেখাঃ গত শুক্রবার বিকেলে নৃশংস ভাবে পিটিয়ে এবং দা দিয়ে কুপিয়ে রুবেল আহমদ নামের (২৮) এক রাজমিস্ত্রীকে হত্যা করা হয়েছে৷ বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের কেছরিগুল গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত রুবেল সদর ইউপির কেছরিগুল গ্রামের মৃত সইফ উদ্দিনের ছেলে। অভিযোগ উঠেছে প্রকাশ্যে দিবালোকে স্থানীয় ইউপি সদস্য ও যুবলীগ নেতা সাবুল আহমদ ও তার ভাই সাবেক ইউপি সদস্য নবাব আহমদ গংরা তাকে হত্যা করেছেন। এ ঘটনায় বড়লেখা থানায় নিহত রুবেলের ভাই ফয়সাল আহমদ বাদি হয়ে সাবুল আহমদকে প্রধান আসামী করে ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১৫-১৬ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করেছেন। এখন পর্যন্ত পুলিশ প্রধান আসামী সাবুলকে গ্রেফতার করতে পারেনি।

থানা পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, গত শুক্রবার জুমার নামাজের পর কেছরিগুল জামে মসজিদে অতিতের একটি বিদ্যমান সমস্যা নিয়ে জামাল আহমদ এবং সাবেক ইউপি সদস্য নবাব উদ্দিনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে গেলে উপস্থিত এলাকার মানুষ উভয়পক্ষকে শান্ত করে বিষয়টির সমাধান করে দেন। পরে আসরের নামাজের সময় ফের একই বিষয় নিয়ে নবাব উদ্দিনের ছেলে এবং ভাতিজাদের সাথে জামাল আহমদের ছেলে ও ভাতিজাদের ঝগড়া হয়। এক পর্যায়ে বিষয়টি হাতাহাতির পর্যায়ে চলে যায়। উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে লাটিসুটা নিয়ে জামাল আহমদের ছেলে ও ভাতিজাদের উপর ধাওয়া করেন সাবুল আহমদ ও নবাব গংরা। এসময় নিহত রুবেল কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তাকে সামনে পেয়ে নবাব গং এর লোকেরা জামাল আহমদের পক্ষের লোক ভেবে হামলা চালান৷ কিছু বুঝে উঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত শুরু করেন রুবেলের উপর৷ এসময় সে গুরুত্বর আহত হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বড়লেখা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এসময় রুবেলকে বাঁচাতে এগিয়ে গেলে তার ভাই সরফ উদ্দিন ও আহত হন।

এ বিষয়ে নিহতের চাচাতো ভাই ও প্রত্যক্ষদর্শী সরফ উদ্দিন বলেন, কাজ শেষে বাড়ি ফিরছিলেন রুবেল আহমদ। তিনি তার বাড়ির রাস্তার সামনে এসে গাড়ি থেকে নামেন। এসময় সাবুল আহমদ ও নবাব উদ্দিন মসজিদের দিক থেকে আসছিলেন। তাকে গাড়ি থেকে নামতে দেখে নবাব উদ্দিন রুবেলকে জামালের লোক বলে হামলা চালাতে বলেন৷ এসময় সাবুল আহমদ প্রথমে দা দিয়ে রুবেলের মাথায় আঘাত করেন এবং নবাব লাটি দিয়ে আঘাত করেন৷ ঘটনার সময় ভাইকে বাঁচাতে এগিয়ে আসলে তার হাতেও (সরফ উদ্দিন) দা দিয়ে আঘাত করেন সাবুল আহমদ৷ পরি তিনি প্রাণ বাঁচাতে পালিয়ে যান৷’

নিহত রুবেলের স্ত্রী রুলি বেগম বলেন, ‘ আমার স্বামী নির্দোষ ছিলেন। ওরা আমার স্বামীকে খুন করেছে৷ আমি এর বিচার চাই। যারা আমার একমাত্র সন্তানকে এতিম ও আমাকে বিধবা করেছে আমি তাদের ফাঁসি চাই৷

নিহতের মা সিদ্দিকা বেগম বলেন, ‘ আমার ছেলেকে যারা মেরেছে আমি তাদের ফাঁসি চাই। আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমার ছেলে একজন মুক্তিযোদ্ধার নাতী। আমি প্রধানমন্ত্রীর কাছে খুনিদের ফাঁসি চাই।

মামলার তদন্তাকারী কর্মকর্তা বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় রুবেলের মাথা ও শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে।

ঘটনার সুত্রপাত যেভাব

অনুসন্ধানে জানা গেছে, পাঁচ ছয়মাস আগে মসজিদের ইমাম গ্রামের এক শিশুকে (মেয়ে) আদর করাকে কেন্দ্র করে ঘটনার সুত্রপাত ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে সাবুল আহমদ ও তার ভাই নবাব উদ্দিন সমর্থকেরা ইমামকে দায়ি করে বিষয়টির তদন্ত করার জন্য মসজিদের মুরব্বিদের কাছে দাবি জানান। মুরব্বিরা বিষয়টির খুঁজ খবর নিয়ে আপত্তিকর কিছু পাননি। কিন্তু এটি মানতে নারাজ নবাব সমর্থকরা। তারা ইমাম পরিবর্তনের দাবি জানান। এই নিয়ে পক্ষে বিপক্ষে শুরু হয় বাকবিতণ্ডা৷ গ্রামের এক পক্ষ ইমাম রাখার পক্ষে মত দেন আর অপর পক্ষ(নবাব পক্ষ) ইমাম পরিবর্তনের পক্ষে অবস্থান নেন। তারা বার বার সালিশের মাধ্যমে বিষয়টি সমাধানের দাবি জানান। সর্বশেষ গত শুক্রবার বাদ জুমা এই বিষয়ে কেছরিগুল গ্রামের জামাল উদ্দিনের সাথে কথা-কাটাকাটি হয় সাবুল আহমদ ও নবাব আহমদ সমর্থকদের। এসময় উপস্থিত এলাকার মানুষ ঠান্ডা মাথায় ইফতার পর বসে বিষয়টির সমাধানের পথ খুঁজা হবে বলে উভয়পক্ষকে শান্ত করেন। এরপর প্রত্যেকে যার যার বাড়ি চলে যান। এদিন আসরের নামাজে ফের এই বিষয়ে জামাল আহমদ ও নবাব সমর্থকদের ছেলে ভাতিজাদের মধ্যে কথা-কাটাকাটি হয়৷ একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই পক্ষের মাঝে। এসময় কাজ শেষে বাড়ি ফিরছিলেন নিহত রুবেল আহমদ। গাড়ি থেকে নামার পর জামাল আহমদের পক্ষের লোক ভেবে তার উপর চড়াও হন নবাব উদ্দিন ও সাবুল আহমদসহ তাদের লোকেরা। লাটি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্রহাতে তাকে আক্রমণ করেন সাবুল আহমদ ও নবাব উদ্দিন। গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে যান তারা৷ ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷

এলাকাবাসী জানান, ‘ দিনে যে ঘটনা ঘটেছে এর ছিটেফোঁটাও রুবেল জানতো না৷ সে দিন আনে দিন খায়৷ এলাকার জোট ঝামেলায় কখনই সে থাকে না। সম্পুর্ন অন্যায় ভাবে তাকে হত্যা করা হয়েছে। সে একেবারে নির্দোষ ছিলো। সে কোন পক্ষের লোক ছিলো না।

স্থানীয় সাবেক ইউপি সদস্য ফয়জুর রহমান বলেন, ‘মসজিদের ইমামকে কেন্দ্র করে একটি ঘটনার সুত্রপাত ঘটে। স্থানীয় মেম্বার তার ভাই নবাব ও তাদের সমর্থকরা ইমামকে নিয়ে একটি অভিযোগ তুলেন৷ গ্রামের মুরব্বিরা সেই বিষয়ে খুঁজ নিয়ে গুরুতর কোন সত্যতা পাননি। এনিয়ে তারা ইমাম পরিবর্তনের দাবি জানান। বিষয়টি নিয়ে শুক্রবার দুই পক্ষের কথা-কাটাকাটি হয়। এর রেশ ধরে আসরের নামাজের পর আবারও ঝগড়া হয়। এসময় রুবেল কাজ থেকে ফিরছিলো। তার কোন দোষ নেই। নিরপরাধ একটা মানুষকে হত্যা করা হয়েছে। ‘

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নিতে ইউপি সদস্য সাবুল আহমদ ও নবাব আহমদের বাড়িতে গেলে তাদের বাড়িতে পাওয়া যায়নি। টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি৷

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘ রুবেল আহমদ নামের এক রাজমিস্ত্রীকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ এনে তার ভাই সাইফুল ইসলাম থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Back to top button